নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪

নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে এক বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী নিজেই আত্মঘাতী গুলিতে প্রাণ দেন বলে জানিয়েছে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তার স্ত্রী এবং দুই ছেলে ছিল।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় পার্ক অ্যাভিনিউয়ে একটি ভবনে ঢুকে হামলা চালান ২৭ বছর বয়সী শেন ডেভন তামুরা। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, তামুরা ছিলেন লাস ভেগাসের বাসিন্দা।
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ জানান, ৩৩তম তলায় নিজেকে ব্যারিকেড করার পর, সন্দেহভাজন ব্যক্তি, যার নাম লাস ভেগাসের বাসিন্দা শেন ডেভন তামুরা, তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা তিনি নিজেই গুলি করে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ওই কোম্পানিগুলো, নাকি ভবনের কোনও কোম্পানি, গুলি চালানোর সাথে জড়িত ছিল কিনা তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: গাজা পুরোপুরি দখলে ইসরায়েলের অভিযান শুরু, ২৪ ঘণ্টায় নিহত ১২৩
স্থায়ী সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে টিশ বলেন, প্রাথমিক তথ্য থেকে জানা যায় সন্দেহভাজন ব্যক্তি নিউ ইয়র্ক সিটিতে পৌঁছানোর আগে লাস ভেগাস থেকে গাড়িতে করে দেশটির বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছিলেন।
টিশ বলেন, তামুরার নেভাদা রাজ্যে গোপন অস্ত্র বহনের লাইসেন্স ছিল। বন্দুকধারী একা ছিলেন।
পুলিশ বলছে, তামুরা একটি ডাবল-পার্ক করা বিএমডব্লিউ থেকে একটি এম৪ রাইফেল নিয়ে বেরিয়ে এসেছিল।
নিরাপত্তা ক্যামেরার ছবিতে দেখা যায় তামুরা একটি লম্বা বন্দুক হাতে অফিস ভবনের বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে।