রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে সুনামির আঘাত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ৬:২৩ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্পের পর রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামি। এর ফলে বুধবার (৩০ জুলাই) রাশিয়ার উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্ক থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে আঞ্চলিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কোর বলেন, কামচাটকা উপদ্বীপের কাছে ৭.৯ মাত্রার ভূমিকম্পের কিছুক্ষণ পরেই প্রথম ঢেউ সেভেরো-কুরিলস্কের উপকূলে আঘাত হানে।

আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা

কর্তৃপক্ষ শহরের জনসংখ্যা, আনুমানিক ২,৫০০ এরও বেশি, উপকূল থেকে দূরে উঁচু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

 জরুরি পরিষেবাগুলি উচ্চ সতর্কতা মোডে কাজ করছে, তিনি আরও বলেন, এবং “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় স্বাভাবিক জীবন পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

স্থানীয় গণমাধ্যম এবং কর্মকর্তাদের শেয়ার করা ফুটেজে দেখা গেছে, উপকূলের কিছু অংশে পানি পৌঁছে যাচ্ছে এবং সুনামির সাইরেন বেজে উঠার সাথে সাথে বাসিন্দারা উঁচু স্থানে উঠে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি, তবে সেভেরো-কুরিলস্কের আলাইদ প্ল্যান্টের মাছ প্রক্রিয়াকরণ প্ল্যান্টটি ডুবে গেছে এবং সমস্ত কর্মীকে জরুরি ভিত্তিতে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ান জিওফিজিক্যাল সার্ভিস সেভেরো-কুরিলস্কের প্লাবিত উপকূলীয় অঞ্চলের ড্রোন ফুটেজ অনলাইনে শেয়ার করেছে।

ইউঝনো-সাখালিনস্ক সিসমিক স্টেশনের প্রধান এলেনা সেমেনোভা আরআইএ নভোস্তিকে জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর সমগ্র কুরিল দ্বীপপুঞ্জে সুনামির হুমকি ঘোষণা করা হয়েছে।

দ্বীপপুঞ্জের বিভিন্ন বসতিতে কর্তৃপক্ষ উপকূলরেখা পর্যবেক্ষণ করছে এবং সতর্কতা হিসেবে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। জরুরি পরিষেবাগুলি উচ্চ সতর্কতায় রয়েছে।