হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে গভীর আলোচনায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব, জিম্মিদের মুক্তি দিন। ভালো কিছু হবে। তবে হামাস যদি গাজা থেকে জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে পরিস্থিতি খুব জটিল হয়ে পড়বে।
আরও পড়ুন: নভোচারী সেজে ৯ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক
তিনি আরও উল্লেখ করেন, হামাসের হাতে বর্তমানে খুব বেশি জীবিত জিম্মি নেই। তাই পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। ট্রাম্প বলেন, আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসে, তখন প্রচেষ্টা না বাড়ালে সহজে ফিরিয়ে আনা সম্ভব নয়। আর বেশি কিছু করাও সবসময় সমাধান নয়, কারণ এতে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হয়।
সম্প্রতি ইসরায়েলে যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ট্রাম্প জানান, সাধারণ ইসরায়েলিদের এ আন্দোলনের কারণে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।
আরও পড়ুন: মুম্বাইয়ে ৪০০ কেজি আরডিএক্স ও ৩৪ জঙ্গি নিয়ে হামলার হুমকি, শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা
এর আগে গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ২, ৫ বা ৭ নয়, সব জিম্মিকে মুক্তি দিতে হবে। আর যদি হামাস তা করে, তবে ভালো কিছু ঘটবে।