ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে অভিযোগ তুললেন হিমাচল প্রদেশের মন্ত্রী

এশিয়া কাপের ভারত-পাকিস্তান মহারণের আগে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। হিমাচল প্রদেশের রাজস্বমন্ত্রী জগত সিং নেগি অভিযোগ তুলেছেন, কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করছে।
শুক্রবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নেগি বলেন, “অদ্ভুত লাগে, যখন ভারতীয় সেনারা সীমান্তে প্রাণ দিচ্ছেন, তখন আমরা শত্রু পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলছি। একদিকে কেন্দ্রীয় সরকার অপারেশন সিঁদুর চালাচ্ছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে খেলছে।”
আরও পড়ুন: কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জমি আমাদের: নেতানিয়াহু
তিনি আরও অভিযোগ করেন, ক্রিকেট এখন আর কেবল খেলাধুলা নয়, বরং ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই টি–টোয়েন্টি বা ওয়ানডে খেলা হচ্ছে, আর এর পেছনে টাকার প্রভাবই সবচেয়ে বেশি।
উল্লেখ্য, আগামী রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান এশিয়া কাপ ম্যাচ। এর আগেই নেগির এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন: গাজায় নিহত আরও ৭২, অনাহারে শিশুসহ মৃত্যু ৭ জনের
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর জবাবে ভারতীয় সেনারা ৭ মে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে অভিযান চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর।