চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিনে) নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী— যুক্তরাষ্ট্রের মেরি ই. ব্রুনকো, ফ্রেড র্যামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে আয়োজিত এক অনুষ্ঠানে নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন
নোবেল জুরির ভাষ্যমতে, রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, সেই বিষয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবেই এই তিন বিজ্ঞানীকে পুরস্কৃত করা হয়েছে। তাদের আবিষ্কার ক্যান্সার ও অটোইমিউন রোগের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আধুনিক চিকিৎসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মেরি ই. ব্রুনকো ও ফ্রেড র্যামসডেল যুক্তরাষ্ট্রের নাগরিক, আর শিমন সাকাগুচি জাপানের নাগরিক।
আরও পড়ুন: গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস
এবারের নোবেল ঘোষণার মাধ্যমে ২০২৫ সালের পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিজ্ঞান, বুধবার (৮ অক্টোবর) রসায়ন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাহিত্য এবং শুক্রবার (১০ অক্টোবর) শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম প্রকাশ করা হবে ১৩ অক্টোবর।
নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর, নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার সমমূল্য), সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের সোনার পদক ও সম্মাননাপত্র।