৫ ব্যাংক একীভূতকরণে ক্ষতির গুজব নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:১৪ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া নিয়ে বিনিয়োগকারীদের ক্ষতির আশঙ্কা সম্পর্কিত গুজবকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: চলতি অক্টোবরের ১১ দিনে প্রবাসী রেমিট্যান্স ৯৯ কোটি ডলার ছাড়াল

বিবৃতিতে বলা হয়েছে, “পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন”— এমন দাবি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে। বিষয়টি সরকারের নজরে এসেছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ যেন ক্ষুণ্ন না হয় তা গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর

বিবৃতিতে আরও বলা হয়, “এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য পুরোপুরি ভিত্তিহীন। সাধারণ জনগণ ও বিনিয়োগকারীদের এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।”

সরকারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয় যে, ব্যাংক খাতকে স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।