সব ধরনের ভিসায় ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি আরব

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৫৭ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে এখন থেকে যেকোনো ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন ঘোষণায় বলা হয়েছে, মুসলমানদের জন্য ধর্মীয় আনুষ্ঠানিকতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা এবং অন্য যেকোনো ধরনের ভিসা—এসব ভিসাধারী এখন সৌদি আরবে অবস্থানকালে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।

আরও পড়ুন: গাজায় প্রথম দফায় মুক্তি পেলেন যারা

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ধর্মীয় ভ্রমণ আরও সহজ ও নিরাপদ করতে প্রশাসনিক প্রক্রিয়াগুলো সরলীকরণ করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুসলমানদের আধ্যাত্মিক প্রশান্তি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার সুযোগ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, হজ ও ওমরাহ সংক্রান্ত ডিজিটাল সেবা আরও উন্নত করা হবে, যাতে বিদেশি ভ্রমণকারীরা সহজে আবেদন করতে পারেন।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ড. জাকির নায়েক

গত জুলাইয়ে সৌদি ফেডারেল মন্ত্রিসভা ২০২৬ সালের হজ নীতি অনুমোদন করে, যেখানে ধাপে ধাপে ওমরাহ ও হজ ব্যবস্থাপনা ডিজিটালাইজ করার রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত সেই উদ্যোগেরই অংশ। সূত্র: সৌদি গ্যাজেট