অবশেষে গাজায় এক বিরল নীরব রাত

দীর্ঘ সপ্তাহের ভয়াবহ বোমা হামলা, ড্রোনের গর্জন ও আর্টিলারির শব্দের পর অবশেষে গাজা উপত্যকায় নেমেছে এক বিরল নীরব রাত।
আজ-জাওয়াইদা এলাকার শরণার্থী শিবির ও আশ্রয়কেন্দ্রগুলোর চারপাশে চারদিকে এখন নীরবতা। শত শত তাঁবুর ভেতরে শরণার্থীরা ঘুমিয়ে পড়েছেন—রাস্তায় কেউ নেই।
আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
গত কয়েক সপ্তাহ ধরে এমন দৃশ্য দেখা যায়নি। যুদ্ধবিমান, ড্রোন ও আর্টিলারির নিরবচ্ছিন্ন হামলার ভয়েই তারা রাতভর জেগে থাকতেন। প্রতিটি মুহূর্ত ছিল আতঙ্কে মোড়া।
কিন্তু আজ রাত ভিন্ন। রিপোর্টিং পয়েন্টে যাওয়ার পথে সাংবাদিকরা লক্ষ্য করেছেন, আকাশে কোনো ড্রোনের শব্দ নেই, যুদ্ধবিমান উড়ে যাচ্ছে না, ভারী কামানের গর্জনও থেমে গেছে।
আরও পড়ুন: গাজায় প্রথম দফায় মুক্তি পেলেন যারা
মানুষ এই অস্বাভাবিক নীরবতার সুযোগ নিচ্ছে—অবশেষে কিছুক্ষণ শান্তিতে ঘুমানোর সুযোগ পেয়েছে তারা।
একজন সাংবাদিক বলেন, “তাদের ঘুমাতে দেখা—এটাই মনে হয় সবচেয়ে প্রাপ্য দৃশ্য। তারা এর যোগ্য।”
তবে এই নীরবতা কি স্থায়ী হবে? এখনো বলা কঠিন। প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার প্রস্তুতি চলছে, আর গাজার মানুষরা আশায় বুক বেঁধে আছেন—এই নীরবতা যেন আর ভাঙে না।