হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫৫
হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। বুধবার (২৬ নভেম্বর) কমপ্লেক্সের বাঁশের মাচা থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৫১ জন ঘটনাস্থলেই মারা যান এবং বাকী চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২৩ জন, যার মধ্যে আটজন ফায়ার সার্ভিস কর্মী।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
আগের তথ্যে ২৭৯ জন নিখোঁজ বলে জানানো হলেও সর্বশেষ আপডেটে নিখোঁজের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এএফপি জানায়, আটটি ব্লক নিয়ে গঠিত বিশাল এই আবাসন কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে কমপ্লেক্সটিতে আগুন জ্বলতে থাকে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১৪
অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একটি নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তা—দু’জন পরিচালক ও একজন পরামর্শক—কে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, ভবনের ভেতরে পলিস্টাইরিনসহ একাধিক দাহ্য উপাদান ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে। এছাড়া কমপ্লেক্সের সেফটি नेट, প্লাস্টিক কভার ও ক্যানভাস নির্ধারিত নিরাপত্তা মান পূরণ করেনি বলেও জানায় পুলিশ।
সূত্র: সিএনএন





