যুদ্ধবিরতির বর্ষপূর্তিতে

লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির এক বছর পূর্তির দিনেই নতুন করে লেবাননে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হিজবুল্লাহর নিয়ন্ত্রিত বেশ কয়েকটি স্থানে বিমান হামলা পরিচালনার কথা নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, দক্ষিণাঞ্চলীয় জেজিন প্রদেশের আল-মাহমুদিয়া ও আল-জারমা এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব স্থানে ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১৪

ইসরাইলের সেনাবাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্রভাণ্ডার ও উৎক্ষেপণস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সংগঠনটির সামরিক সক্ষমতা দুর্বল করার জন্য এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা।

তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও গত এক বছরে লেবানন সীমান্তে কয়েক দফায় সংঘাত সৃষ্টি হয়েছে। ইসরাইল দাবি করে আসছে—হিজবুল্লাহ যেন নতুন করে অস্ত্র সংগ্রহ বা সামরিক ঘাঁটি গড়ে তুলতে না পারে, সে কারণেই এসব টার্গেটেড হামলা চালানো হয়।

আরও পড়ুন: হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫৫

২০২৪ সালের ২৭ নভেম্বর দুই পক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুসারে হিজবুল্লাহকে তাদের বাহিনী লিতানি নদীর উত্তরে সরিয়ে নেওয়ার কথা ছিল, যা ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। একইসঙ্গে দক্ষিণাঞ্চলে গোষ্ঠীটির সামরিক অবকাঠামো অপসারণের পরিকল্পনাও জানিয়েছিল লেবানন সরকার।

চুক্তির বর্ষপূর্তিতেই নতুন হামলা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।