যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

মাদুরো ও তাঁর স্ত্রীকে অবিলম্বে মুক্তির আহ্বান চীনের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:০৮ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের এই আটক অভিযানকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জোরপূর্বক অন্য দেশের রাষ্ট্রপ্রধান ও তাঁর স্ত্রীকে আটক করে নিজ দেশের বাইরে নিয়ে যাওয়া আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী। খবর আল জাজিরার।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান: দেশজুড়ে ইন্টারনেট বন্ধ

বিবৃতিতে চীন জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃত নীতিমালার গুরুতর লঙ্ঘন। এতে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে।

চীন আরও আহ্বান জানায়, যুক্তরাষ্ট্র যেন অবিলম্বে নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে তাদের মুক্তি দেয় এবং ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করে। একই সঙ্গে সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দেয় বেইজিং।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে মার্কিন বিমান বাহিনী। অভিযানের পর তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চার দিন আগেই তিনি এই অভিযানের অনুমোদন দিয়েছিলেন।

মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হয়েছে। তবে তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং ভেনেজুয়েলা সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।