ভেনেজুয়েলায় পুনরায় যুক্তরাষ্ট্রের দূতাবাস চালুর প্রস্তুতি
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন দূতাবাস পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে দেশটির ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, আমরা পুনরায় দূতাবাস খোলার প্রস্তুতি নিচ্ছি।” তবে তিনি জানান, পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন: ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ ‘অনির্দিষ্টকালের জন্য’ যুক্তরাষ্ট্রের হাতে
এর আগে, রোববার কারাকাসে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় চালু করার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা এটি নিয়ে ভাবছি।”
২০১৯ সালে ভেনেজুয়েলায় দূতাবাস বন্ধ করা হয়। তখন ট্রাম্প প্রশাসন বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এবং নিকোলাস মাদুরোর ২০১৮ সালের পুনর্নির্বাচনকে অবৈধ হিসেবে প্রত্যাখ্যান করার পর এই পদক্ষেপ নেয়। এরপর থেকে ভেনেজুয়েলায় মার্কিন দায়িত্ব প্রতিবেশী কলম্বিয়ার দূতাবাস থেকে পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: মার্কিন হামলায় নিহত শতাধিক: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী





