পশ্চিম জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প, কোনো সুনামি হুমকি নেই

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২৩ পূর্বাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সময় মঙ্গলবার ( ৬ জানুয়ারি) জাপানের পশ্চিমাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, জানিয়েছে দেশের আবহাওয়া ও ভূমিকম্প সংস্থা।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি তুলনামূলকভাবে অগভীর ছিল। স্থানীয় সময় সকাল ১০:১৮ মিনিটে (জিএমটি ০১:১৮) এটি আঘাত হানে। তবে কোনো সুনামি হুমকি জারি হয়নি।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান: দেশজুড়ে ইন্টারনেট বন্ধ

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এই ভূমিকম্পের মাত্রা ৫.৭ হিসাবে মাপেছে।

ভূমিকম্পের কেন্দ্র শিমানে প্রদেশে অবস্থান করেছিল, যা ম্যাটসু ও ইয়াসুগি শহর এবং তটোরি প্রদেশের আশেপাশের এলাকাগুলোতে প্রভাব ফেলেছে।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা স্বরূপ শিঙ্কানসেন বুলেট ট্রেনের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

শিমানে পারমাণবিক কেন্দ্রেও কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি, জানিয়েছে জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি।

ছোট ভূমিকম্প ও কম্পনের ধারা

ইয়াসুগি শহরে ভূমিকম্পটি জাপানের শিন্ডো স্কেলে ৫-এর উপরের মানে রেকর্ড করা হয়েছে, যা ভারী আসবাবপত্র উল্টে দিতে এবং গাড়ি চালাতে কঠিন করে তোলে। এছাড়া অঞ্চলে একাধিক ছোট ভূমিকম্পও অনুভূত হয়েছে।

জাপানে ভূমিকম্পের সাধারণতা

জাপান “রিং অফ ফায়ার” অঞ্চলে অবস্থিত, যা ভূমিকম্প ও আগ্নেয়গিরির জন্য ঝুঁকিপূর্ণ। দেশটি প্রতি বছরে প্রায় ১,৫০০টি ভূমিকম্প অনুভব করে, তার মধ্যে অধিকাংশই ছোট।

তবে, জাপান পৃথিবীর ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় ১৮% ঘটনার জন্য দায়ী। উল্লেখ্য, ২০১১ সালের ৯.০ মাত্রার ভূমিকম্প সুনামি সৃষ্টি করে প্রায় ২০,০০০ মানুষের মৃত্যু এবং ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে মারাত্মক ক্ষতি ঘটায়।

সূত্র: ডয়চে ভেলে