ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানে বিক্ষোভকারীর মৃত্যু হলে ‘শক্ত প্রতিক্রিয়া’
ইরানে চলমান অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভ দমনে যদি ইরানি কর্তৃপক্ষ প্রাণঘাতী পদক্ষেপ নেন, তাহলে যুক্তরাষ্ট্র ‘খুব শক্তভাবে’ জবাব দেবে।
হিউ হিউইট শোতে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যদি তারা মানুষ হত্যা শুরু করে, আমরা খুব শক্তভাবে প্রতিক্রিয়া দেখাব।” তিনি আরও জানান, ইতোমধ্যেই ইরানকে এই বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও হোয়াইট হাউসে বলেন, “শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারীদের আমরা সমর্থন করি এবং তাদের অধিকার রক্ষায় দাঁড়াই।” তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বাস্তব ও অর্থবহ আলোচনার গুরুত্বও উল্লেখ করেন।
প্রসঙ্গত, ইরানে বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে। মুদ্রার অবমূল্যায়ন ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় প্রতিবাদের সূত্রপাত। মানবাধিকার সংস্থা এইচআরএএনএর প্রতিবেদনে ১১ দিনের মধ্যে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ, এবং ২ হাজার ২১৭ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান: দেশজুড়ে ইন্টারনেট বন্ধ
ইরানের সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, আহত পুলিশ সদস্য ৫৬৮ এবং আধাসামরিক বাহিনী বাসিজের ৬৬ জন সদস্যও আহত হয়েছেন।





