১৬ স্যাটেলাইট নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহাকাশ অভিযানে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যান (পিএসএলভি)-এর ৬৪তম মিশন পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণের পর গুরুতর প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছে। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই রকেটের তৃতীয় পর্যায়ে অস্বাভাবিক বিচ্যুতি ধরা পড়ায় একসঙ্গে ১৬টি উপগ্রহ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। খবর এনডিটিভির।

সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হলেও, তৃতীয় ধাপে প্রবেশের পরই গতিপথে গুরুতর অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

মহাকাশ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, পিএসএলভি রকেটের তৃতীয় ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধাপেই রকেটের চূড়ান্ত গতি ও উচ্চতা নির্ধারিত হয়। ফলে এই পর্যায়ে কোনো ত্রুটি দেখা দিলে পুরো মিশন ব্যর্থ হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি থাকে।

ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন জানিয়েছেন, উৎক্ষেপণকালীন সংগৃহীত সব তথ্য গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, “মিশনটি প্রত্যাশিত পথে অগ্রসর হতে পারেনি। তবে পূর্ণাঙ্গ প্রযুক্তিগত বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত এটিকে আনুষ্ঠানিকভাবে সফল বা ব্যর্থ ঘোষণা করা হবে না।”

আরও পড়ুন: ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি আহ্বান যুক্তরাষ্ট্রের

এই মিশনে মোট ১৬টি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা ছিল। এর মধ্যে রয়েছে ভারতের পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-এন১, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) তৈরি নজরদারি উপগ্রহ ‘অন্বেষা’, পাশাপাশি ভারতের বেসরকারি মহাকাশ উদ্যোগ এবং ব্রাজিল, নেপাল ও যুক্তরাজ্যের কয়েকটি বিদেশি উপগ্রহ।

বিশেষজ্ঞরা মনে করছেন, যদি পিএসএলভি-সি৬২ মিশনটি আনুষ্ঠানিকভাবে ব্যর্থ ঘোষণা করা হয়, তবে তা শুধু ইসরোর জন্য নয়, ভারতের ক্রমবর্ধমান বাণিজ্যিক মহাকাশ কর্মসূচির জন্যও বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। কারণ, পিএসএলভিকে কেন্দ্র করেই ভারতের আন্তর্জাতিক উৎক্ষেপণ বাজারে একটি বড় অংশের পরিকল্পনা নির্ভরশীল।

এখনও পর্যন্ত ইসরোর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা না এলেও, তৃতীয় পর্যায়ের ত্রুটির কারণে একসঙ্গে ১৬টি উপগ্রহ হারানোর আশঙ্কা ভারতের মহাকাশ কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।