পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত, আহত ৯

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:১৯ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (রাত ১১টার দিকে)।

পাকিস্তানের দৈনিক ডন-এর প্রতিবেদনে পুলিশ সূত্রে জানানো হয়, দুর্ঘটনার সময় ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। নিহতদের সবাই নারী ও শিশু বলে জানা গেছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

পুলিশ জানায়, ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাব শহরের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের (পিডিএমএ) খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে জরুরি কল পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে আরও সাতজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের চাপে ইরানে ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত

আহত অবস্থায় উদ্ধার করা নয়জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের বরাতে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী মানুষ এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব যাচ্ছিলেন।