‘মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ’: আদালতে দীপু মনি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?”

দীপুরে কারাগার থেকে ডা. দীপু মনি এবং সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাইনুল খান পুলক দীপু মনির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। একই সঙ্গে লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

আরও পড়ুন: সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরী সাময়িক বরখাস্ত

সকাল সাড়ে ১০টায় পুলিশ প্রহরায় তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। রিমান্ড শুনানির সময় দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, “দীর্ঘদিন হাজতে থাকায় তিনি অসুস্থ। নারী হিসেবে শারীরিক নানা সমস্যায় ভুগছেন। মামলার এজাহারে নাম ছাড়া কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই।”

আদালতের অনুমতি নিয়ে দীপু মনি নিজেই বলেন, “গত মাসে আমি অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়েছিলাম, কিন্তু সব পরীক্ষা সম্ভব হয়নি। পরবর্তীতে অনুমতি নিয়েও পুলিশ স্কোয়াডের অভাবে হাসপাতাল নেওয়া হয়নি। আজও হাসপাতালে নেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল আদালতে আনা হয়েছে।”

আরও পড়ুন: গুম মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তিনি আরও উল্লেখ করেন, “আমার বিরুদ্ধে ৬০টির বেশি মামলা। কিন্তু আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাই না। এক বছরে মাত্র তিনবার দেখা হয়েছে। অন্তত আদালতে আনা হলে সেই দিনই আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হোক।”

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, “কারা বিধি অনুযায়ী সাক্ষাতের সুযোগ রয়েছে। জেলগেটে সাক্ষাৎ করা সম্ভব। হাসপাতালে নেওয়ার বিষয়টি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা। ক্ষোভ প্রকাশ করে দীপু মনি আরও বলেন, “সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসার অভাবে মারা গেছেন। এখন আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ ছিলাম?

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাহবাগ থানার মামলায় দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখানো হয়। সকাল ১১টার দিকে পুলিশ প্রহরায় তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।