শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ওপুতুলসহ ৪৭ আসামির রায় আজ
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বণ্টনে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বেলা ১১টায় এ রায় ঘোষণা করবেন।
আরও পড়ুন: চারবার প্রধানমন্ত্রী হলেও সম্পদের প্রতি শেখ হাসিনার এত লোভ: বিচারক
দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম জানান, তদন্ত ও সাক্ষ্য–প্রমাণে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগ তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তার দাবি—রাষ্ট্রপক্ষ সব আসামির সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করছে।
এর আগে ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আজকের তারিখ রায়ের দিন হিসেবে নির্ধারণ করেন। তিন মামলার শুরু থেকেই শেখ হাসিনা, তার ছেলে জয় ও মেয়ে পুতুল পলাতক হিসেবে বিবেচিত। রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে আছেন।
আরও পড়ুন: জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড
দুদক তিনটি মামলাই পূর্বাচল নতুন শহর প্রকল্পের সরকারি জমি—প্রতিটি মামলায় ১০ কাঠা করে—অবৈধভাবে বরাদ্দ নেওয়া ও জালিয়াতির অভিযোগে দায়ের করে।
প্রথম মামলা (১৪ জানুয়ারি)
দুদকের উপপরিচালক সালাহউদ্দিন শেখ হাসিনাসহ ৮ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের মধ্যে রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও রাজউকের সাবেক কর্মকর্তা এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
দ্বিতীয় মামলা (১৪ জানুয়ারি)
দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান জয় ও শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
তৃতীয় মামলা (১২ জানুয়ারি)
সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের দাবি—ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ নেওয়া ও জাল নথি তৈরির ঘটনা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার আগেই আদালত এলাকাজুড়ে কড়াকড়ি নিরাপত্তা জোরদার করা হয়েছে।





