ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফেরানোর রায় বহাল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৩৪ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে প্রকাশিত গেজেটের রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। এর ফলে আসনটির সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের আগের প্রজ্ঞাপন কার্যকর থাকছে।

সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির।

আরও পড়ুন: হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

এর আগে গত ১১ ডিসেম্বর ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্টে রিটকারীদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

আরও পড়ুন: বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গ্রেপ্তার ইনামের তিন দিনের রিমান্ড

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট একটি রুল জারি করে জানতে চান—ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়ন দুটি ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।