এই ৫টি ভুলে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজ

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:০০ পূর্বাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দৈনন্দিন জীবনে খাবার সতেজ রাখা ও গৃহস্থালি কাজ সহজ করতে ফ্রিজ এখন অপরিহার্য একটি যন্ত্র। তবে সঠিক ব্যবহার ও নিয়মিত যত্নের অভাবে অনেক সময় শখের এই প্রয়োজনীয় যন্ত্রটি অকালেই নষ্ট হয়ে যায়। ফ্রিজ ইঞ্জিনিয়ারদের মতে, সাধারণ কিছু ভুলের কারণেই মূলত ফ্রিজ তার কার্যক্ষমতা হারায়।

ইঞ্জিনিয়ারদের মতে, ফ্রিজ নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হলো কনডেন্সার কয়েল নিয়মিত পরিষ্কার না করা। ফ্রিজের পেছনে বা নিচে থাকা এই কয়েলটি ভেতরের গরম বাতাস বাইরে বের করে দেয়। দীর্ঘদিন ধুলোবালি জমে থাকলে মেশিনে অতিরিক্ত চাপ পড়ে, যা ফ্রিজের আয়ু কমিয়ে দেয়। তাই নিয়মিত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কনডেন্সার কয়েল পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: রাতে ঘুম ভেঙে বারবার প্রস্রাব? হতে পারে শরীরের গোপন সতর্ক সংকেত

আরেকটি বড় কারণ হলো ফ্রিজের দরজার রাবার সিল নষ্ট হয়ে যাওয়া। এই সিল ভেতরের ঠান্ডা বাতাস ধরে রাখতে সাহায্য করে। সিল ক্ষতিগ্রস্ত হলে ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে যায় এবং তাপমাত্রা ঠিক রাখতে ফ্রিজকে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয়, যা যন্ত্রটির ওপর চাপ বাড়ায়। রাবার সিল ভালো রাখতে নিয়মিত ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করা এবং প্রয়োজনে অল্প ভেসলিন ব্যবহার করা যেতে পারে।

এছাড়া ফ্রিজের ভেতরের ভেন্ট বা বাতাস চলাচলের পথ বন্ধ করে রাখাও ক্ষতির কারণ। ভেন্টের সামনে বড় বাসন বা গাদাগাদি করে খাবার রাখলে ঠান্ডা বাতাস ঠিকমতো চলাচল করতে পারে না। এতে ফ্রিজের ভেতরে সমান তাপমাত্রা বজায় থাকে না এবং কম্প্রেসারের ওপর বাড়তি চাপ পড়ে।

আরও পড়ুন: সারাদিন সতেজ ও ক্লান্তিহীন থাকতে খাদ্যাভ্যাসে আনুন এই ৫ পরিবর্তন

খাবার সংরক্ষণের সময় ফ্রিজ কতটা ভর্তি রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজ একেবারে খালি রাখা যেমন ক্ষতিকর, তেমনি অতিরিক্ত জিনিস দিয়ে গাদাগাদি করে রাখাও ফ্রিজের জন্য ভালো নয়। আদর্শভাবে ফ্রিজ তিন-চতুর্থাংশ ভর্তি রাখা উচিত, এতে বাতাস চলাচল স্বাভাবিক থাকে এবং বিদ্যুৎ সাশ্রয় হয়।

আরও একটি সাধারণ ভুল হলো বারবার ফ্রিজের দরজা খোলা। প্রতিবার দরজা খোলার ফলে ভেতরের ঠান্ডা বাতাস বেরিয়ে যায় এবং কম্প্রেসারকে নতুন করে তাপমাত্রা ঠিক করতে বেশি কাজ করতে হয়। এই অভ্যাস দীর্ঘমেয়াদে কম্প্রেসারকে দুর্বল করে ফেলে।

বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজ দীর্ঘদিন ভালো রাখতে হলে সঠিক নিয়ম মেনে ব্যবহার করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের বিকল্প নেই।