আলহাজ্ব মকবুল হোসেন কলেজে বিশ্ব পর্যটন দিবস পালিত
বিশ্ব পর্যটন দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য “পর্যটনে নতুন ভাবনা”। দিবসটি উপলক্ষে রাজধানীর স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ল্যাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। সভায় বক্তারা পর্যটন খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট’ হবে না: অধ্যাপক আলী রিয়াজ

আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসানকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সকল শিক্ষকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচন ডাকাতি বন্ধ করতে আগের জড়িতদের চেহারা সামনে আনতে হবে: প্রধান উপদেষ্টা
উল্লেখ্য, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই দিবসের লক্ষ্য। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।





