জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৩ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই সেবা বন্ধ রয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ অফিসার আনোয়ার সাত্তার বলেন, বঙ্গবাজার ও এর আশপাশের এলাকায় পাওয়ার ব্যাকআপ না থাকায় এই সেবা বন্ধ রয়েছে।

আরও পড়ুন: রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগে স্থবিরতা: পরিকল্পনা উপদেষ্টা

আনোয়ার সাত্তার আরও বলেন, আবদুল গণি রোডের রেল ভবনের পাশে ৯৯৯–এর কার্যালয় অবস্থিত। তবে বঙ্গবাজার–সংলগ্ন পুলিশ সদর দপ্তরে এই সেবার টেলিফোন লাইন, পাওয়ার কানেকশনসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে। আগুনের ধোঁয়ায় সদর দপ্তর থেকে কর্মরতদের অনেককে সরিয়ে নিতে হচ্ছে। তাই আপাতত ৯৯৯–এর সেবা কার্যক্রমটি বন্ধ রাখা হয়েছে। আগুনের ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করবে এই সেবা আবার কখন থেকে কার্যকর করা সম্ভব হবে।

দ্রুত এই সেবা চালু করার চেষ্টা করছেন বলেও জানান আনোয়ার সাত্তার।

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট’ হবে না: অধ্যাপক আলী রিয়াজ