আজ বিশ্ব পরিবেশ দিবস

আজ সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীর নানান দেশের মতো আমাদের দেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে।’ আর স্লোগান হল ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।’
আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা
সরকারিভাবে নেওয়া নানা কর্মসূচি সর্ম্পকে অবগত করার জন্য রোববার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সভাকক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে বলেন, ৫ জুন সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। পরিবেশ মেলা চলবে শেরেবাংলা নগরে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত। ২৭ থেকে ৩০ জুন ঈদ উল আজহার সরকারি ছুটি থাকায় বৃক্ষমেলা চলবে ৫ থেকে ২৬ জুন এবং ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলা চলবে।
তিনি জানান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার সকাল ১১টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব
মন্ত্রী আরো জানান, অনুষ্ঠানে বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ২০২২, জাতীয় পরিবেশ পদক ২০২২, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১ এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক দেওয়া হবে।
পরিবেশ মন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ অন্যান্য গণমাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সংবাদপত্রে ক্রোড়পত্র এবং পরিবেশ অধিদপ্তর হতে স্মরণিকা ও বুকলেট প্রকাশসহ মোবাইল ফোন অপারেটরদের মাধ্যমে খুদে বার্তা প্রেরণ করা হবে।
তিনি জানান, দেশের সকল জেলা-উপজেলাসহ ঢাকা শহরের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশু চিত্রাঙ্কন, বিতর্ক ও স্লোগান প্রতিযোগিতা, পরিবেশবিষয়ক সেমিনার আয়োজন করা হবে। সচেতনতামূলক সেমিনারও আয়োজন করা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের জন্য। এবারের জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’।