শিশু একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৪ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (ডিজি) আনজির লিটন পদত্যাগ করেছেন। 'বৈষম্যবিরোধী কবি লেখক শিল্পী ডায়াসে'র আন্দোলনের মুখে মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পদত্যাগ করেন তিনি। শিশু একাডেমির পার্সোনাল অফিসার শাহ আকবর জিয়াদ বিষয়টি নিশ্চিত করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দেওয়া ওই চিঠিতে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে জানান তিনি। ২০২২ সালের ১৮ অক্টোবর এ পদে যোগ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: প্রবাসী ভবন ও বিএমইটি ফ্যাসিস্ট মাফিয়া ব্যবসায়ী পুনর্বাসনের আখড়া

এর আগে পদত্যাগের জন্য আনজির লিটনকে গতকাল সোমবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে এ 

সময়ের মধ্যে পদত্যাগ না করায় আজ সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে পদযাত্রা ও শিশু একাডেমি ঘেরাও কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী কবি লেখক শিল্পী ডায়াস।

আরও পড়ুন: হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

এ সময় ছিলেন পলিয়ার ওয়াহিদ, ফেরদৌস মাহমুদ, নকিব মুকশি, জুবায়ের বিন ইয়াছিন, আহমেদ ইসহাক, রায়হান আহমেদ তামীম, রোকন ওসমান, সীমান্ত আকরাম, শাহীন পরদেশী, সাইফুর রহমান লিটন, শাকিব হুসাইন, মঞ্জুরুল ইসলাম মেঘ, মোহাম্মদ উল্লাহ মধু, তরিকুল ইসলাম ও খালেদ মাহমুদ।