জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:৪৫ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫
দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা। ছবিঃ সংগৃহীত
দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা। ছবিঃ সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আত্মপ্রকাশ হবে দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক দল। গতকাল এর নাম ঠিক করা হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এ দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষ্যে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক এভিনিউয়েতে। আজ (শুক্রবার) সকাল থেকেই অনুষ্ঠানে দলে দলে আসছে মানুষ।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা যানবাহনে করে এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান দেখতে আসছেন তারা। আগত মানুষের মধ্যেও অধিকাংশই তরুণ ও শিক্ষার্থী।

আরও পড়ুন: এই ঘৃণ্য কাজে জড়িতদের বিচারে কঠোর আইনগত ব্যবস্থা: প্রধান উপদেষ্টার কার্যালয়

দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য মঞ্চ প্রায় প্রস্তুত। এখন চলছে শেষ সময়ের মঞ্চ গোছানোর কাজ। 

নতুন রাজনৈতির দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে আসা তরুণরা বলেন, বাংলাদেশে আজ নতুন এক সূর্যোদয় হবে। দেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত করার জন্য তরুণরা আজ নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে শপথ গ্রহণ করবেন।

আরও পড়ুন: আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী

জানা যায়, দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এ ছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের লক্ষ্য রয়েছে তাদের।