কালো আইন বাতিল ও আওয়ামী দোসর অপসারণে এবার দেশব্যাপী কর্মসূচি বৈষম্য বিরোধী কর্মচারী ফোরামের

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মৌলিক ও মানবাধিকারকে স্তব্ধ করার জন্যে সম্প্রতি জারীকৃত সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিল এবং ‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’ এর উত্থাপিত দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম।
সোমবার (২৬ মে) ফোরামের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার এর স্বাক্ষরিত এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ঢাকায় মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা
তাদের কর্মসূচি গুলো হলো:
১.সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীগণের চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
আরও পড়ুন: আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন
২.‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’র সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা ও সচিবগণের সাথে আলোচনা করবেন (প্রতিদিন সকাল ১০টা হতে অপরাহ্ণ ০৩টা)।
৩.ফ্যাসিস্ট সরকারের দোসরদের অব্যাহতভাবে প্রশ্রয় প্রদান এবং জনপ্রশাসনকে দক্ষতা ও সুচারুভাবে পরিচালিত করতে চরমভাবে ব্যর্থ হওয়ায় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ ও জনপ্রশাসন সচিব জনাব মো. মোখলেসউর রহমান এর অপসারণের দাবি উত্থাপন করে মাননীয় প্রধান উপদেষ্টা, সকল সংস্থা, অধিদপ্তর, জেলা ও উপজেলা পর্যায়ে স্মারকলিপি প্রদান।