নিক্কেই ফোরামে ড. ইউনূস

অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির পথ তৈরি করতে একসঙ্গে কাজ করার আহ্বান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ন, ২৯ মে ২০২৫ | আপডেট: ৬:৫৭ পূর্বাহ্ন, ২৯ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির পথে একটি স্পষ্ট পথ তৈরি করার জন্য এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে জাপানের টোকিওতে ‘নিক্কেই ফোরাম : এশিয়ার ৩০তম ভবিষ্যৎ’-এর উদ্বোধনী অধিবেশনে এ আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: বিশ্ব মান দিবস আজ

প্রধান উপদেষ্টা বলেন, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমি বিশ্বাস করি, এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনের জন্য আরো ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে।

তিনি বলেন, আমাদের একটি অভিন্ন ভবিষ্যৎ এবং অভিন্ন সমৃদ্ধির দিকে স্পষ্ট পথ তৈরি করতে হবে।

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

এ সময় লক্ষ্যে পৌঁছানোর জন্য সাতটি পরামর্শ উপস্থাপন করে প্রধান উপদেষ্টা।

এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, এশিয়ার অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থার বৈচিত্র্যই এর শক্তি এবং পরীক্ষা।