লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান
যুক্তরাজ্যের কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে লন্ডনে অবস্থিত শতশত বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করতে জড়ো হন এই মাঠে।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
তারেক রহমানের পাশে ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয় কামাল উদ্দিন প্রমুখ। এসময় বিএনপির বেশকিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।
একই জামায়াতে তারেক রহমকনের স্ত্রী ডা. জোবাইদা রহমান আরাঠাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় করা দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান। পরে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা, কুশল নিনিময় ও কোলাকুলি করেন তারেক রহমান।
এদিকে সকাল থেকে লন্ডনের আবহাও ছিলো রেইনী। তা উপেক্ষা করেও শতশত নেতাকর্মীরা লন্ডনের ঐতিহ্যবাহী এই খেলার মাঠে অংশ নেন তারেক রহমানের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে।





