গোপালগঞ্জে কারফিউ চলমান থাকবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গোপালগঞ্জে চলমান সহিংসতার প্রেক্ষাপটে জারিকৃত কারফিউ আগামীকাল (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়, ১৮ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ সাময়িকভাবে শিথিল করা হবে। এরপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুনরায় কারফিউ কার্যকর থাকবে।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
উল্লেখ্য, গতকাল ১৬ জুলাই রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়লে জননিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয় সরকার।
বর্তমানে শহরজুড়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা টহলে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জনগণকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা