মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, মাথা ফাটলো ৩ শিক্ষার্থীর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ৩:৩৮ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিবিসি বাংলার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, সংঘর্ষে অন্তত তিনজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিবিসির নিজস্ব সংবাদদাতা মুকিমুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ প্রধানমন্ত্রীর প্রেস উইং-এর কর্মকর্তারা। জানা গেছে, তারা সেখানে দুই ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ঘটনার আগে সোমবার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ দানা বাঁধে।

আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী