সচিবালয়ে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা
বাংলাদেশ সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ১২০০ শিক্ষার্থী ও দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন এবং আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলাটি মঙ্গলবার রাতে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে দায়ের করেন। মামলায় বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মাইলস্টোন ট্র্যাজেডিকে কেন্দ্র করে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয় ঘেরাও করে। শুরুতে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ড ও শিক্ষাভবনের দিকে মিছিল করলেও পরে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেয়।
পুলিশের দাবি অনুযায়ী, গেট বন্ধ করে তাদের অনুরোধ করা সত্ত্বেও শিক্ষার্থীরা বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে প্রবেশ করে। এরপর পুলিশ, সেনা ও আনসার সদস্যদের ওপর হামলা চালায় এবং সরকারি গাড়ি ভাঙচুর করে। এতে বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন।
মামলাটি এখন তদন্তাধীন রয়েছে এবং তদন্ত রিপোর্ট জমা পড়বে আগামী ২৮ আগস্ট।





