ভারতে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে নেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতে অবস্থানরত কোনো রোহিঙ্গাকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, "ভারতে যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের নিয়ম মেনে ফেরত নেওয়া হবে। কিন্তু ভারত আমাদের নাগরিকদের সঙ্গে রোহিঙ্গাদের পাঠিয়ে দিচ্ছে, যাদের আমরা গ্রহণ করছি না। পুশ-ইনের মতো কর্মকাণ্ড একেবারেই নিন্দনীয়। আমরা প্রতিবাদ করছি, ফলে কিছুটা হলেও পুশ-ইনের সংখ্যা কমেছে।"
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারত যেন নিয়ম অনুযায়ী বাংলাদেশিদের ফেরত পাঠায়— সে বিষয়ে বারবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু ভারত অনেক সময় নদীর পাড়ে বা জঙ্গলে ফেলে দিয়ে যাচ্ছে, যা একেবারেই অমানবিক।
জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার বিষয়ে তিনি বলেন, “গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলাগুলোর তদন্ত কিছুটা বিলম্বিত হচ্ছে, কারণ অগণিত ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। তবে আমরা খেয়াল রাখছি, যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়।”
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
আলোচিত মোহাম্মদপুর ছিনতাই নিয়ে আলোচিত মোহাম্মদপুর ছিনতাই প্রসঙ্গে তিনি জানান, “চারজনকে শনাক্ত করা হয়েছে, এরমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে এবং কেউ অবহেলা করলে তাকেও শাস্তির আওতায় আনা হবে।”
উপদেষ্টার সফরে উপস্থিত ছিলেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, র্যাব-১১ ভারপ্রাপ্ত অধিনায়ক ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপস অফিসার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।