ইসরায়েলের গণহত্যা বন্ধ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি বাংলাদেশের: জাতিসংঘ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ৯:৫০ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবিঃ সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ করে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৯ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘জাতিসংঘ হাই লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন এন্ড দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সল্যুশন’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইসরায়েল এখন পর্যন্ত ৫৮ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যা একটি ভয়াবহ গণহত্যার শামিল।” তিনি বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।”

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় অটল সমর্থন পুনর্ব্যক্ত করে মো. তৌহিদ হোসেন বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান।” এ লক্ষ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “গাজা পুনর্গঠনে আরব বিশ্বের পরিকল্পনাকে বাংলাদেশ স্বাগত জানায় এবং জাতিসংঘের নেতৃত্বে পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত রয়েছে।” এছাড়াও তিনি জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমে কোনো ধরনের বাধা প্রতিহত করার আহ্বান জানান।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই তিন দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।