চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই: আসিফ মাহমুদ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:৩০ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে অপু উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে কিছু বক্তব্য দেন। তবে এসব অভিযোগ নাকচ করে আসিফ মাহমুদ দাবি করেছেন, চাঁদাবাজির ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এ মন্তব্য করেন।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীর উত্তম এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত

তিনি বলেন, “জানে আলম অপুকে ২০২২ সালে চিনতাম। ৫ আগস্টের পর তার সঙ্গে আর কখনো দেখা বা কথা হয়নি। এ ধরনের দাবি আসার পর আমি বিস্মিত হয়েছি। চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যা বলা হচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একজনের (অপু) যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।”

উপদেষ্টা পদ থেকে পদত্যাগ এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “শুধু পরিচিতি বেশি বলেই আমার নাম বেশি আসে, মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের নাম আসে। অথচ এই সরকারে আরও অনেকে আছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় ছিল বা এখনো থাকতে পারে এবং ভবিষ্যতেও তারা রাজনীতি করবেন, এমনকি নির্বাচনেও অংশ নিতে পারেন। সরকারের বিভিন্ন পর্যায়ে হয়তো অনেকেই আছেন।”

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

তিনি আরও বলেন, “আমি নিজে পদত্যাগ করব, কারণ আমি রাজনীতি করতে চাই। তবে নির্বাচন করব কি না, এখনো সিদ্ধান্ত হয়নি। পদত্যাগ করে এনসিপিতে যোগ দেব কি না, সেটিও এখনো চূড়ান্ত নয়।”