সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৫৯ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটের বিপরীতে কেরানীগঞ্জ অংশে এ অভিযান শুরু হয়। অভিযানের সময় প্রায় ২ একর জায়গা দখল করে নির্মিত বাংলোবাড়ির সীমানা প্রাচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয়।

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, ২০০৯ সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট নদীর জায়গা দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

এর আগে গত ৩০ এপ্রিল নসরুল হামিদের গুলশানে অবস্থিত প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। এছাড়া, গত ১৬ জানুয়ারি দুদকের করা এক মামলায় নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

দুদক আদালতকে জানায়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন।

আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।