ফেনী-২ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:৪৬ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসে মজিবুর রহমান মঞ্জু লেখেন, “অনেকেই জানতে চান আমি নির্বাচন করব কিনা? তাদের জ্ঞাতার্থে বলছি, হ্যাঁ ইনশাআল্লাহ আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করব।”

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

তিনি বলেন, “আমাদের দল নতুন, বিকাশমান। এখনও আমাদের সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয়। অর্থনৈতিক ভিত্তিও এখনো গড়ে ওঠেনি। তাই অনেকে বলবে, ‘জামানত থাকবে না’, কেউ বলবে ‘এমপি না, আগে মেম্বার হওয়া যায় কিনা দেখো’। তবে অল্প কিছু মানুষ বলবে, ‘সাফল্য রাতারাতি আসে না, আপনি এগিয়ে যান।’ যেকোনো নতুন উদ্যোগই শূন্য থেকেই শুরু করতে হয়।”

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, “সমালোচনা ও উৎসাহ—দুটোই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই দুইয়ের ভারসাম্য রেখে সামনে এগোতে চাই। আজকে যা ক্ষুদ্র, আগামীকাল তা বড় পরিসরে ডানা মেলতে পারে। নতুন রাজনৈতিক উদ্যোগ নেওয়ার সময় প্রচণ্ড প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। তখন কিছু বন্ধু কাঁধে হাত রেখে বলেছিল পৃথিবীর বেশিরভাগ উদ্যোগই ছোট পরিসরে শুরু হয়। তাই হতাশ না হয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল তারা।”

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

এবি পার্টির চেয়ারম্যান ইঙ্গিতপূর্ণভাবে জানান, সামনে আরও ‘চমকপ্রদ কিছু ঘটনা’ ঘটতে যাচ্ছে। যদিও বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, “এই ঘটনার দুটি দিক রয়েছে একটি সাময়িক কল্যাণ, অপরটি দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। এ নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করতে চাই। তবে আজ পবিত্র জুমার দিনে শুধু এতটুকু জানিয়ে রাখলাম, যদি নির্বাচন হয়, তাহলে ইনশাআল্লাহ আমি প্রার্থী হবো।”

উল্লেখ্য, বর্তমান সরকারকে ‘পতিত’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের দমন-পীড়নের রাজনীতির কারণে একাধিকবার কারাবরণ করেন মজিবুর রহমান মঞ্জু। গেল বছরের ৫ আগস্ট কারামুক্তির পর তিনি নিজ জেলা ফেনীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন।