২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি

ছবিঃ সংগৃহীত
২৬৮ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। জনপ্রসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ এক শাখার উপ-সচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরেই সচিবালয়ে সুপেরিয়র সিলেকশন বোর্ডের সভায় উপসচিব পদে পদোন্নতি দেয়ার তোড়জোড় চলছিল। জনপ্রসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৬২ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব এবং অপর প্রজ্ঞাপনে বিদেশে অবস্থানরত ছয়জন প্রথম সচিবকে উপসচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: পূর্বঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
সন্ধ্যার পর জনপ্রসন মন্ত্রণালয় এই দুটি প্রজ্ঞাপন জারি করে।
কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক ২ক্লিক করুন
আরও পড়ুন: নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক