‘বাধ্য হয়ে’ ভারতে ইলিশ পাঠাচ্ছে: ফরিদা আখতার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:০২ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ১,২০০ টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে। তবে এই সিদ্ধান্ত সরকার বাধ্য হয়েই নিয়েছে বলে জানান তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদরের বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্যসম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

ফরিদা আখতার বলেন, “এবারও দুর্গাপূজা উপলক্ষে ভারত বারবার ইলিশ পাঠানোর অনুরোধ করেছে। বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমতিপত্র চাওয়া হয়েছে। তাই ১,২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতিবেশী সম্পর্ক ও উৎসবের কারণে আমরা দিতে বাধ্য হয়েছি।”

আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

তিনি আরও বলেন, “খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার কিন্তু বরাদ্দ আছে ৩২ হাজার। বাকি টাকা কোথা থেকে আসবে? এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে। আমি আগেও বলেছি, এখনো বলছিবাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে তারপর অন্যরা।”

সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপতিত্ব করেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন