সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল নির্ধারণের নির্দেশ প্রধান উপদেষ্টার

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যৌক্তিক বেতনকাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যবীমার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, “বেতন বাড়ালেও এক অসুখেই অনেকে সম্বল হারান। ইন্সুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে। প্রতিবেশী দেশগুলোতেও এমন মডেল রয়েছে।”
আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান বৈঠকে জানান, ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে। তিনি বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি ও জিডিপি বাড়লেও বেতন বাড়েনি। কমিশন একটি সময়োপযোগী বেতনকাঠামো প্রণয়নে কাজ করছে।
তিনি আরও জানান, বিশেষায়িত চাকরির জন্য আলাদা কাঠামো, আয়করের বিবেচনা, বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, সময়োপযোগী পেনশন, রেশন সুবিধা যৌক্তিকীকরণ, গ্রেড ও ইনক্রিমেন্টে অসংগতি দূরীকরণে সুপারিশ করা হবে।
আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
জাতীয় বেতন কমিশন আশা করছে, নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।