সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সরকারি বাসা বরাদ্দে অনিয়ম, ঘুষ ও সিন্ডিকেট গড়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
বরখাস্তদের মধ্যে রয়েছেন—উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন ও সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় তারা চাকরিতে বহাল থাকলে তদন্তে প্রভাব ফেলতে পারেন এবং আরও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
বরখাস্তকৃত কর্মকর্তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।





