যুক্তরাষ্ট্রে আখতার ও তাসনিম জারার ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা
যুক্তরাষ্ট্র সফরে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম অভিযোগ করেন, সরকারি আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরে অংশ নিতে যাওয়া অবস্থায় আখতার হোসেন (এনসিপির সদস্য সচিব) এবং তাসনিম জারা (সিনিয়র যুগ্ম আহ্বায়ক) সন্ত্রাসী হামলার শিকার হন। সংগঠনটির দাবি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
বিবৃতিতে বলা হয়, দেড় দশক ধরে বিরোধী মত দমন, গুম-খুন ও নির্যাতনের ধারাবাহিকতা দেশে যেমন চলেছে, তেমনি এর প্রভাব এখন বিদেশেও বিস্তৃত হচ্ছে। এর আগে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলম বিদেশে একাধিকবার হামলার শিকার হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংগঠনটির দাবি, এ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াতে পারে না। অভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা এবং হামলা প্রতিরোধে ব্যর্থতা সরকারের চরম অদক্ষতার পরিচায়ক। তাদের ভাষায়, এটি শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের প্রসঙ্গও তোলা হয়। সেখানে তাকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে বক্তব্য দিতে দেখা গেলেও বাস্তবে তিনি বিদেশের মাটিতে তাদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিবৃতিতে সংগঠনটি স্পষ্ট জানায়, “বাংলাদেশের মাটিতে কোনোভাবেই সন্ত্রাসী দল আওয়ামী লীগকে পুনরায় ফিরে আসতে দেওয়া হবে না।” পাশাপাশি অভ্যুত্থানের যোদ্ধা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।





