শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিতে আগ্রহী যুক্তরাজ্য: ব্রিটিশ হাই কমিশনার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১১ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করার ক্ষেত্রে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তবে এ সহায়তা শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সারাহ কুক বলেন, “বাংলাদেশের নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু রাখতে সহায়তা দিতে আমরা আগ্রহী। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমেও আমরা সহায়তা করতে পারি।”

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

এদিকে নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কমিশন নিয়মিতভাবে রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করছে।