জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের বাড়ল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২১ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের বাড়িয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এ বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এ কমিশন গঠন করা হয়েছিল। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ১৫ আগস্ট।

আরও পড়ুন: কওমী দাওরায়ে হাদিস সনদধারীরাও এখন নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন

তবে কমিশনের কার্যক্রম সম্পন্ন না হওয়ায় আগে দুই দফায় মেয়াদ এক মাস করে বাড়ানো হয়েছিল। সর্বশেষ ১৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ ছিল। এবার তৃতীয় দফায় আরও ১৫ দিন মেয়াদ বৃদ্ধি করেছে সরকার।