আগুন নেভাতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, আগুন নেভাতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন।

আহতদের মধ্যে নয়জনকে সেনানিবাসের সিএমএইচে ভর্তি করা হয়েছে এবং বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আনসারের পাশাপাশি ঘটনাস্থলে একটি হাজারাধিক সদস্য মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড: সাত সদস্যের তদন্ত কমিটি

ঘটনার সূচনা দুপুরে ঘটে। ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিটের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী এবং সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ বর্ডার গার্ডের দুই প্লাটুনও সহায়তা দিচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন: মানুষের জীবন সম্পদ সুরক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক আছে: অন্তর্বর্তীকালীন সরকার