গুগলের ‘জেমিনি প্রো’ এআই মডেল বিনামূল্যে ব্যবহারের সুযোগ

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:০৫ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনি প্রো’। ‘জেমিনি ফর এডুকেশন’ নামে চালু হওয়া এ উদ্যোগের আওতায় গুগল বাংলাদেশসহ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এ সুবিধা দিয়েছে। নতুন এই সুযোগে শিক্ষার্থীরা গবেষণা, কোডিং, সৃজনশীল কাজ এবং জটিল সমস্যা সমাধানে এআই প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাজীবনকে আরও গতিশীল করতে পারবেন।

গুগলের তথ্যমতে, শিক্ষার্থীরা বিনামূল্যে জেমিনি ২.৫ প্রো মডেল, ডিপ রিসার্চ, অডিও ওভারভিউ টুলসহ নানা সুবিধা পাবেন। এছাড়া ২ টেরাবাইট অনলাইন স্টোরেজ এবং ভিও ৩ মডেল ব্যবহার করে ছবি থেকে ভিডিও তৈরির সুবিধাও থাকবে।

আরও পড়ুন: বিটিসিএলের সব ইন্টারনেট প্যাকেজে বড় আপগ্রেড

এই সুযোগ পেতে শিক্ষার্থীদের অবশ্যই তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসিয়াল ই-মেইল ঠিকানা ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপর জেমিনির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০২৫।

গুগল জানিয়েছে, ‘জেমিনি ফর এডুকেশন’ সংস্করণটি মূলত শিক্ষামূলক প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু উত্তরই পাবেন না, বরং শেখার সহচর হিসেবে এআইকে কাজে লাগাতে পারবেন।

আরও পড়ুন: মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস)-এর সহযোগী অধ্যাপক ও আইকিউএসসি পরিচালক সাফায়েত হোসাইন বলেন, পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এআই টুল ব্যবহারের সুযোগ দিচ্ছে। গুগলের এই বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের উদ্যোগ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ। এটি তাদের এআইনির্ভর দক্ষতা বাড়াতে এবং গবেষণায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রোগ্রাম: Gemini for Education, মডেল: Gemini 2.5 Pro, ফ্রি সুবিধা: ২ টেরাবাইট স্টোরেজ, ডিপ রিসার্চ, অডিও ওভারভিউ, ভিও ৩ ইমেজ-টু-ভিডিও টুল, যোগ্যতা: বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষার্থী, নিবন্ধনের শেষ তারিখ: ৯ ডিসেম্বর ২০২৫, ওয়েবসাইট: Gemini Official Website.