শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড: সাত সদস্যের তদন্ত কমিটি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৩০ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ ও অতিরিক্ত দায়িত্ব) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে রয়েছেন, বিমানের চিফ (ফ্লাইট সেফটি), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি), উপ-ব্যবস্থাপক (ইনস্যুরেন্স)।

আরও পড়ুন: তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে তোলপাড়

কমিটি অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ের পাশাপাশি ক্ষয়ক্ষতি নির্ধারণ, দায়-দায়িত্ব চিহ্নিত করা, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও সুপারিশমালা প্রণয়ন করবে।

কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু

শনিবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়িয়ে মোট ৩৭টি ইউনিট কাজ করে।

এ ছাড়া বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরাও অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেন। শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটিই।