আন্তর্জাতিক বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলে ফেরার ম্যাচেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা, যেখানে দুটি অ্যাসিস্ট করে মেসি গড়েছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের বিশ্বরেকর্ড।
মায়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। মেসির পাস থেকেই দলের দ্বিতীয় গোলটি করেন গঞ্জালো মন্টিয়েল, আর পরেরটিতে সহায়তা দেন লাউতারো মার্টিনেজকে। এই দুই অ্যাসিস্টের সুবাদে জাতীয় দলের হয়ে মেসির মোট অ্যাসিস্ট দাঁড়ায় ৬০টি, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ।
আরও পড়ুন: এনসিএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন রংপুর
এই রেকর্ডের মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের নেইমার জুনিয়র ও যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডোনোভানকে, যাদের অ্যাসিস্ট সংখ্যা ছিল ৫৮। তাদের পরেই আছেন হাঙ্গেরির কিংবদন্তি দুই তারকা শানদর কোকসিস (৫১) ও ফেরেঙ্ক পুসকাস (৫০)।
অন্যদিকে, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির মোট অ্যাসিস্ট এখন ৩৯৮টি। অর্থাৎ, আর মাত্র দুটি অ্যাসিস্ট করলেই তিনি ছুঁয়ে ফেলবেন নতুন আরেক মাইলফলক— ৪০০ অ্যাসিস্টের রেকর্ড। আগামী শনিবার ন্যাশভিলের বিপক্ষে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামবেন এই আর্জেন্টাইন সুপারস্টার, যেখানে নতুন মাইলফলক স্পর্শের অপেক্ষায় থাকবেন তিনি।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল