শাহজালাল বিমানবন্দরে রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে স্থগিত হওয়া ফ্লাইট চলাচল রাত ৯টা থেকে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
শনিবার (১৮ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দুপুর ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পর দ্রুত ও সমন্বিত পদক্ষেপে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে তোলপাড়
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিস এবং বিমানবন্দর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ে আগুন পুরোপুরি নিভে গেছে। পরিস্থিতি বিবেচনায় রাত ৯টা থেকে সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিমানবন্দরে উপস্থিত থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে
ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানায় মন্ত্রণালয়।
অগ্নিকাণ্ডের পর বিকেল থেকে শাহজালালে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ ছিল। রাতেই পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে।