পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে বহু নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়েছে সীমান্তের অন্তত পাঁচটি স্থানে। এতে তিন পাকিস্তানি সেনা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আরও পাঁচজন সৈন্য আহত হয়েছেন বলে পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ অক্টোবর) সকালে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায়। সংঘর্ষের পর পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়ে আফগানিস্তানের ভেতরে কয়েকটি তালেবান সীমান্তচৌকি ধ্বংস করেছে, বলে জানানো হয়।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

তালেবান প্রশাসন দাবি করেছে, তাদের বাহিনীও ডুরান্ড লাইনে পাকিস্তানি বাহিনীর পুনঃপুন সীমান্ত লঙ্ঘনের প্রতিক্রিয়ায় সফল পাল্টা অভিযান চালিয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম ডন নিউজ জানায়, পাকিস্তান সেনাবাহিনী আর্টিলারি, ট্যাংক ও ভারী অস্ত্র ব্যবহার করছে, এবং এখন পর্যন্ত তিনটি আফগান ড্রোন (কোয়াডকপ্টার) গুলি করে নামানো হয়েছে।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

সীমান্তের কিছু এলাকায় এখনো লড়াই চলমান বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে সম্প্রতি পাকিস্তানের কাবুলে ড্রোন হামলায় দুই তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি সদস্য নিহত হওয়ার পর। 

ইসলামাবাদ দাবি করেছে, আফগান তালেবান টিটিপি-কে আশ্রয় দিচ্ছে, যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে পাকিস্তান সরকার জানিয়েছে, তারা আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে, তবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।