আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৪৮ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই যোদ্ধাদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী বলা ইতিহাস বিকৃতি এবং আহত ও শহীদ পরিবারের প্রতি অবমাননা।’

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে তিনি সালাহউদ্দিন আহমদকে মন্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন, জানালেন মির্জা ফখরুল

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সম্ভবত তথ্য বিভ্রাট বা ভুল বোঝাবুঝি থেকে এ ধরনের মন্তব্য এসেছে। জুলাই অভ্যুত্থানের সময় সালাহউদ্দিন আহমদ দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তিনি জানেন না কারা জীবন বাজি রেখে রাজপথে লড়াই করেছিলেন।

তিনি আরও বলেন, যাদের হাত-পা হারাতে হয়েছে, যাদের পরিবার প্রিয়জন হারিয়েছে—তাদের ‘ফ্যাসিস্টের দোসর’ বলা অত্যন্ত বেদনাদায়ক। আতিকুল গাজী—যার হাত কেটে যায়, বা শহীদ মীর মুগ্ধের পরিবারকে এইভাবে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: ‘রক্ত দিতে আমরা প্রথম, কিন্তু ক্ষমতায় আমাদের জায়গা নেই’

নাহিদ ইসলামের মতে, আন্দোলনে অংশ নেওয়া আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সম্মান রক্ষা করাই এখন সবচেয়ে জরুরি। তিনি সালাহউদ্দিন আহমদকে বক্তব্য প্রত্যাহার করে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।